পোস্টগুলি

হিন্দু ধর্মের জানা অজানা

ছবি
লেখকের কথাঃ Pijush Nag প্রিয় পাঠক, আমার ব্লগে আপনাকে স্বাগতম। আমার এই ব্লগটি সম্পূর্ণ সনাতন (হিন্দু) ধর্ম নিয়ে ব্লগ ওয়েব সাইট। বিশ্বে অনেক ভাষাতে হিন্দু ধর্মের উপর সাইট থাকলেও বাংলা ভাষাতে একেবারেই অল্প। কিছু ওয়েবসাইট আবার বন্ধও হয়ে গেছে। তাই বাংলা ভাষায় হিন্দু ধর্মের মহিমা প্রচারের জন্যই আমার এই প্রচেষ্টা। এই ব্লগে সকল লেখা  হিন্দু ধর্ম নিয়ে এবং এই ব্লগের প্রধান উদ্দেশ্য হিন্দু ধর্মের প্রকৃত রূপ সবার মাঝে তুলে ধরা। কারো বা কোন ধর্মকে ছোট করে তুলে ধরা আমার কাম্য নয়। আমার এই আর্টিকেল পড়ে সনাতনী (হিন্দু) ভাই/বোনেরা হিন্দু ধর্ম (সনাতন ধর্ম ) সম্পর্কে  বিশেষ জ্ঞান লাভ করতে পারবেন। এই আর্টিকেলে সনাতনী ভাই/বোনদের হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র সম্পর্কে প্রকৃত ধারনা দেওয়াই আমার মূল উদ্দেশ্য।  আমার লেখনি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ________________________পিযুষ নাগ,  মোবাইল-01811-181318, 01812-181318 ভূমিকাঃ ধর্ম শব্দটি সংস্কৃত “ধৃ” শব্দ থেকে এসেছে, যার অর্থ দৃঢ়ভাবে ধারণ করা বা আশ্রয় প্রদান করা। [5]  সনাতন শব্দের ...

কীর্তনের গান সমগ্র (Pijush Nag)

ছবি
▓▓▓▓  PIJUSH NAG  ▓▓▓▓   ▓▓▓▓  01811181318  ▓▓▓▓ ০১. _________নাম পূর্ণঃ __________ হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদ ভাই নমঃ  যাদ ভাই মাধ ভাই কেশ ভাই নমঃ।। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদন  গিরীধারী গোপীনাথ মদন মােহন ৷। শ্ৰী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা  হরি গুরু বৈষ্ণব আর ভাগবত গীতা।। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।। এই ছয় গৌসাইর করি চরণ বন্ধন  যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরণ।।  এই ছয় গৌসাই যার মুই তার দাস  তা সবার পদ রেনু মোর পঞ্চ গ্রাস।। তাঁদের চরণ সেবি ভক্ত সনে বাস  জীবনে মরণে হয় এই অভিলাষ।।  এই ছয় গৌসাই যবে ব্রজে কৈলা বাস  রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন।। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্মে করি আশ নাম সংকীর্তন করে নরোত্তম দাস।। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়  জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়।। হরি বল, হরি বল, হরি বল।। হরি বলরে, হরি বলরে, হরি বলরে।। (Composed by: Pijush Nag) _____...